খোকাবাবু চুপচাপ হলে পড়ি চিন্তায়
যদি দেখি চঞ্চল নাচিনাচি ধিনতায়!
মার সাথে খুব ভোরে উঠে রোজ ঠাণ্ডায়,
কেলাকেলি ঠেলাঠেলি সোজা হয় ডান্ডায়।

এই নিয়ে ভাবনার লেশনেই মাথাতে,
কিছু লেশ চোখে পড়ে কিনে আনা ছাতাতে।
আয়নায় কাঁচ নেই, কতো সাজ দেয়ালে!
কী লিখেছে পড়া দায় আছে কী খেয়ালে?

গাড়ি ঘোড়া পুতুলে সারা ঘর ভরে শেষ,
চিৎকার দিয়ে বলে আমি পুরো বাংলাদেশ।