তোমার প্রশ্নহীন দেয়ালের চারুকলা
আমিতো ভাবিনি এতে কী আছে বলা।
রঙ আছে, তুলি আছে, তৈরি চরাট
সদ্য আঁকা এই ছবি দেয় অন্য পাঠ।
কেউ নেই পাশে তাই একাই শুনি
কে যেন সুদূরে গায় গুনগুনি।
আশা যায় ভেসে ভেসে সুদুরের পানে
আমি আছি, তুমি আছো প্রেম কোনখানে?
এই আঁকা ছবি তবে কী কথা কয়?
একটু বদলে দেখো কী মনে হয়?
এতো যে প্রেম কেন লোক মুখে শুনি?
বৃথা একা মনে মনে স্বপ্ন শুধু বুনি।
আমি আঁকি, তুমি আঁকো এই এতো রঙ
উঠে আসে জীবনের গোপন ভড়ং!
এই এতো প্রেম প্রেম লোক দেখাদেখি,
বলবে কে এর মাঝে মিশে আছে মেকি?