আঁকতে পারি ফুলের ছবি
আঁকতে পারি পাখি,
রঙ পেন্সিল নিলে হাতে
হবেই আঁকাআঁকি।
আঁকতে পারি মাঠের ছবি
পাটের কিবা ধানের,
আঁকতে পারি দেশের ছবি
হৃদয় ভরা টানের।
আঁকতে পারি নদীর ছবি
পালের রাঙা নাও,
আঁকতে পারি সারা বাংলার
ছবির মতো গাঁও।
এই আমার সোনার দেশের
কত রকম ছবি,
বিশ্বকে এই কথাই জানায়
বাংলাদেশের কবি।