এই শহরে তোমার যখন দেখার মানুষ শূন্য
আমার গাঁয়ে দেখার বিষয় ভাবে লোকে পূণ্য।
ভাবছি যখন এসব কথা আসলে কী তা সত্যি?
ভুল মানুষই সবখানে ভাই মিথ্যা নয় একরত্তি।
দেখতে বালক, নালায়েকী তকমা নিয়ে ঘুরে
এখন ভেদায় জাল ছিড়ে যায় হৃদয় ভেঙেচুরে।
বলতে গেলে তোমারই ভুল, বিরাট বড় ক্ষতি
চুপ করেছো, এ সমাজের তাই এতো দুর্গতি!

চোখ বুজলেই হয় কী জগৎ অমাবস্যার ঘোর?
দেখি দেখি করে দেশের আর হবে না ভোর।
খাচ্ছে কুরে জগৎ জুড়ে আমার বেলায় এতো
এমন শুনে চুপ করে কী দেশের ভালো হতো?
দেশটা রসাতলে যাবার কারণ শতেক আছে
আগে বাড়ো সাহস নিয়ে থাকবে কতো পাছে?
কুন্ঠে সবাই?  জাগো বাহে, শোর ওঠেনা আর
উপত্যকার চুপ করা দিন নামায় অন্ধকার।

ছন্দ: মাত্রাবৃত্ত ( প্রতি চরণে মাত্রা  ৪+৪+৪+৪=১৬)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে