ক)
তুমি আজ ভূমি রাজ
ক্ষমতার দাপটে,
তোষামুদে যত ক্ষুদে
বলে বটে বটে!

যেই চটে কাঁটা নটে
হবে ঘরছাড়া,
কাপুরুষ যে বেহুস
হুস করে দাড়া।

গেল বার লড়বার
যতছিল ভুল,
শান দাও গান দাও
এমনে তুমুল


খ)

তুমি আজ ভূমি রাজ
ক্ষমতার পালে,
তোষামুদে যতো ক্ষুদে
ভরা ডালে ডালে!

যে-ই চটে কাঁটা নটে
হবে ঘরছাড়া
কাপুরুষ যে বেহুশ
হুশ হয়ে দাড়া।

গেলোবার লড়বার
কিসে বলো ছিলো ভুল?
শান দাও গান দাও
মুক্তি মিছিলে তুমুল।