হারিয়ে ফেলা বাঁশির মত মুখ
আড়াল করে দাদুরে এই বুক
কত্তো করে খুঁজতে গেলাম বনে
বিরক্ত কেউ, তাইতো অকারণে
একা একা কতই পারা যায়?
এমন করে কেউ লুকিয়ে ধায়?
কত বারেই হাটে গেলি বলে
আমার জমা কষ্ট গেছে চলে?
পুতুল পুতুল খেলার আয়োজন
আর পাবো কী তেমন নিমন্ত্রণ?
লুকিয়ে তুই খেলিস নারে ভাই
সহ্য করার শক্তি আমার নাই
বলবি তখন দাদু সোনামণি,
বড় হলেই পাবি তাঁরার খনি।
তাঁরা চাইনা, চাঁদ চাই না দাদু
তোমায় দেখার ইচ্ছে ভীষণ জাদু।
ছন্দ: মাত্রাবৃত্ত
(মাত্রা ২+২+২+২=৮)
কাব্য- মেঘ তাই ভয় ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে