যাচ্ছি তোমার ছবির আয়োজনে
পড়ছে তোমার কথাই মনে মনে
খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলে
গল্প বলার মানুষ যে না মেলে?

যার কাছে যাই সময় কারো নেই
ফিরিস্তি দেয় কাজের শত যেই
মনটা ভীষণ তোমার কথা ভাবে
তুমি ও কী একলা কোথাও যাবে?

জানিস তখন খই ফোটা সে ভোরে
ঘর পেরোতাম মাকে গোপন করে
কারসাজিতে পড়লে ধরা মা তুলতো ছাল
তুই ছিলি যে আমার বড় ঢাল।

ছন্দ : সমমাত্রিক