একলা দুপুর যাচ্ছে বলে যেই ছবিটি তার
তুচ্ছ করে বলতো সবাই ভীষণ কবেকার!
সময় নিয়ে চোখ বুলিয়ে থমকে দুটি চোখ
লজ্জা পেয়ে বলল যেন এবার থামা হোক।
যেই ঠিকানায় কেউ লিখেনি এমন চিঠি আর
যে শুনেছে সেই বলেছে ভয় কী থামাবার?
থামিয়ে না হয় প্রেমের বাজি এইমনে টান মারো
এ নিবেদন কাঁদবে কাঁদুক একি বলতে পারো?
ছবিটি দেয় মিটমিটিয়ে তারার মত হাসি
একলা দুপুর ছবির মানুষ অনেক ভালবাসি।
ভালোবাসা ভালোবাসা লুকিয়ে গোপন করে
ঠিক আছে কী? ভাবছি যত অনেক আপন করে?
তুমি তুমি শুনবেনা থাক, একলা আমি বলি
তোমার জন্য ফুল কেনা ভুল দিলাম জলাঞ্জলি।