ঘুরবো এসো চিত্রা পাড়ে, এবেলা হই হারা
এসেই দেখো তুমি কিন্তু হবে পাগলপারা
এইখানে বাকে খাড়ির পাশে নদী জলমগ্ন জলে
বালিহাঁস, সারস মিলে সে কী ঢেউ মাতিয়ে চলে!
আকাশও দেখি এই সুযোগে, বাতাসে কী সুর
বাড়ির পাশে স্নানের নদী মিষ্টি মাখা রোদ্দুর?
পসরা নিয়ে হাটের সাজাই ভিড় করেছে ঘাটে
কারা আসে রোজ সদাই বিহীন এই চিত্রা হাটে?
লোক গমগম একটু পরেই হবে বিকিকিনি,
এই নিয়মেই ঢেউ বয়ে যায় যে চিরদিনই।
ঢেউ বয়ে আনে হিজল, টানে কদম ফুলের ঘ্রাণ
দস্যি সে দিন পার করেছি, তাতে কাঁদে মনপ্রাণ।
ফিরতে চেয়ে আর পাবো কী? খেলার সাথীকে
চুপিচুপি আজও আমি খুঁজি দিকে দিকে।
খোঁজ বলোনা সেই বালুতট, আবার হলে ভীড়
কেমন হবে? কেমন হবে? লাগছে যে অস্থির!
বর্ষা এলে রিনিঝিনি মেঘ ভেলায় ভেসে
ভিজবো সবাই এই বাদলে খুব হল্লা করে হেসে।
হাসির চোটে দম ফুরাবে কুড়িয়ে শাপলা ফুল
মায়ের বকা এমনই করে রোজ হয়ে যায় ভুল।
ছন্দ: স্বরবৃত্ত (৮+৬=১৪ মাত্রা প্রতি চরণে)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে