জাগতে বলে দেদার ঘুমে
খুঁজলে পাবে ভর মৌসুমে
করতে বলে তাড়িয়ে মারে
কথার তোড়ে ঘামিয়ে ছাড়ে!
বলার আগেই বলবে সে যে
বলতে গেলে রাগবে তেজে!
এই এটা না ঐ ওটা ধর
ধরলে ওটা রাগবে যে থর
এই লোকের খোঁজ কে চাও?
একশো মিটার তফাৎ যাও!
ছন্দ: অক্ষরবৃত্ত (মাত্রা প্রতি চরণে ৪+৪=৮)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে