যদি'র জীবন তামাটে সে
নিশ্চিত নয় তার দেখা,
সত্যি করে বললে আজি
স্মৃতি ধুসর চরণরেখা!
আতসবাজির ইচ্ছে ছিল
শহর ঘুরে কত কী যে!
আজকে এসব বলতে গেলে
অজান্তে যায় চক্ষু ভিজে।
এই শহরে তার চেয়ে রূপ
ছিল না সেই মাপে!
সত্যি করে বললে শহর
পারে পুড়তে অভিশাপে!