নেতার চাইতে চামচা বড়
চামচার চাইতে কে যে
ধান্ধা বেড়েই যখন অন্যে
আসলো নেতা সেজে!

হম্বিতম্বি নেতার চেয়ে
চামচা বেশি করে
চামচা নাকি মন্ত্রী বড়
ভাবলে মাথা ধরে।

পরের মাথায় এ সুযোগে
ভাঙ্গে কাঁঠাল কোষ,
এসব কথা বলতে গেলে
আমার ভারি দোষ!

নেতা নেই চামচা নেই
যদি এমন হতো!
ধুত্তরি এ পাগলা গারদ
ভাল্লাগে আর কতো?