শীত নামিয়ে পৌষি বুড়ি
থরথরানি কাঁপছে নিজে
আমার কিছু বলার যো নেই
চালচুলোহীন যাচ্ছে ভিজে।
খাচ্ছে যে তার খিদেই নেই
কাঁদছে যে ক্ষুধার তোড়ে
আমার এসব বলার যো নেই
সইবো দেখে কেমন করে?
উত্তরী বায় বেড়ার ফাঁকে
দাপট দেখায় পায় যাকে,
পারোতো যাও দালান কোঠায়
কী লাভ দলে ছিন্ন মাকে?