বুকের পাশে  ভীষণ চাপে
কিসের ব‍্যথা বেদম কাঁপে?
যাচ্ছি ভুলে নানান ছলে
প্রথম দেখা ছবি,
তোর ও এমন হচ্ছে নাকি
নতুন কোন হবি?

আমার সে যে যেমন তেমন
লোকের মুখে ভীষণ কমন
এই সুদিনে জুটিয়ে নেরে
জীবন চলার সাথী,
তোর কী এমন টান কী আছে
করবি হাতাহাতি!

আয় তবে আয় আয়
শিকল টেনে দরজায়
মিষ্টি হলে তোর হাসিটা
চাঁদ হবে ফের দেখা,
ভাবনা মাতাল এই আমি
প্রেমের বড় ঠেকা!