শিশির যখন পাতার বনে বৃষ্টি নামায় ভুলে
ভাবতে বসে গল্প শোনার সুযোগ রাখি তুলে
দাদু বলেন, বাবুরে এই হচ্ছে টা কী শুনি?
আয়না দাদু বসে বসেই জলের গিট বুনি।
মাকড়সার জাল করে ঢং, ফোটায় ফোটায় জল
দাদুর গল্পে গল্পে রাত্রি বাড়ে শিশির অবিরল।
গল্পে যখন যুদ্ধ জয়ের তরবারি ঝনঝন
ভয়ে গা ছমছম করে আমার অন্য রকম মন।
বলবো কতো বইয়ের কথা লেখা ইতিহাসে
দিগ্বিজয়ের খবর নিয়ে কোন খিলজি আসে?
কোন কাশিমে আসবে যে জাগিয়ে দিতে ফের?
সবখানে রব তুই হবি সেই নতুন যুগের শের।
যায় উড়ে যায় তেপান্তরে ঘুরে মেঘের বাড়ি
রূপকথা শুনতে মোটে যায় না করা আড়ি।
দিব্যি মজার সব গল্প শুনে মুগ্ধ আমি এতো!
দাদু বলেন, ঘুমো এখন, বলব আর কতো?
ছন্দ: স্বরবৃত্ত (প্রতি চরণে মাত্রা ১৪)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে