ছমছম গাঁয়ে
ঝমঝম পায়ে
বৃষ্টি যখন এলো
ঝুমুর বৃষ্টি এলো,
ধুমধাম করে
ঘুমনাম করে
ভিজতে কে গেলো?
লুকিয়ে কে গেলো?
খুঁজে খুঁজে তারে
পাড়ার দ্বারে দ্বারে
মায়ের বেলা তো শেষ,
শায়ান ও নিরুদ্দেশ!
একটু সময় পরে
ঘটাং ঘটাং করে
শব্দে আশে পাশে
কে আসে কে আসে?
কোন বাবুটা কে?
শায়ান সে যে
শব্দে আসে পাশে
হিহি করে হাসে!
ছন্দ: মাত্রাবৃত্ত ( প্রতি লাইনে মাত্রা ২+২+২=৬)
ছমছম করা গাঁয়ে
ঝমঝম পায়ে পায়ে
বৃষ্টি যখন এলো
ঝুমুর বৃষ্টি এলো,
খুব ধুমধাম করে
এক ঘুমনাম করে
ভিজতে কে গেলো?
লুকিয়ে কে গেলো?
খুঁজতে শেষে তারে
পাড়ার সকল দ্বারে
মায়ের বেলা শেষ,
শায়ান নিরুদ্দেশ!
একটু সময় পরে
ঘটাং ঘটাং করে
শব্দে আশে পাশে
কে আসে কে আসে?
কোন বাবুটা কে যে?
শায়ান কী সে যে?
শব্দে আসে পাশে
হিহি করে হাসে।
ছন্দ: সমমাত্রিক ছন্দ( প্রতি পংক্তি ৬ মাত্রা)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে