বয়েস ঘেটে লাভ কী তোমার
বলছি বয়েস বেশিতো নয়!
দুচারটে চুল এমনি পাকে
ছোকরা আমি এ দেশি বয়!
পোঁকায় খেয়ে দাঁত পড়েছে
আর যা আছে তা নাড়াওতো?
লাগবে? এসো কুস্তি লড়ি?
পারলে এসে ঠিক দাঁড়াওতো?
হারাও তো? দেখি কেমন!
কেমন তোমার বুকের পাটা?
উড়ছে উড়ুক দুচারটে চুল!
পায়ে তোমার ফুটছে কাটা?