বড়াই করে বলার মত
বলছি লোকের নেই অভাব,
এমন লোকের খোঁজ চাও?
মন্দ যে তার সেই স্বভাব!

মন্দ যে তার ধান্দা শত
বান্দা তিনি উচ্চ লোক
তুচ্ছ কাজে ক্ষ‍্যাপেন তিনি
মাপেন নিজের ভাল হোক।


যতই ভাল সাজেন তিনি
আড়াল করে থুতু ছিটায়
সামনে বোকা দেখা লোকেই
ছবি একে তাতে পিটায়!