সকাল দুপুর সন্ধ্যায়
ঘুম যখন ঝিম যায়
মার চোখে ঘুম নামে
আমার খুশি ধুম নামে
ঘুরতে পারি ছুট মেরে
ধরবে কেরে হুট করে?
একটু সাতার ডুব দিয়ে
মাছের বাড়ি খুব গিয়ে
ফিরবো বলে মাছরাঙা
রাগে দারুণ গাল রাঙা
এই জন্য মন সারাক্ষণে
ছোটে পাহাড় নদী বনে।