যদি আমি মুখের কথা
মুখের মধ্যে পুষি
বলতে পারা লোকে এসে
মারবে কটা ঘুষি।
বলছে যে বলতে থাকুক
তোদের সে যেমন রাখুক
চোখে চোখে বলার সাহস
গোপন করে চুষি,
হঠাৎ কী চুপসে গিয়ে
এতেই আমি খুশি?
নিজের সাথে যুদ্ধ করে
বলার সাহস রুদ্ধ করে
বলতে গেলে কাজে কথায়
হারিয়ে ফেলি হুশই
নিজে আখের গুছিয়ে শেষ
পরছি মুখে ঠুসি!
ছন্দ : স্বরবৃত্ত ( দুটি পর্ব ৪+৪=৮)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে