বলতে পারিস চায়ের দোকান
ইস্টিশানে ইচ্ছে মতো,
বলতে পারিস খয়ের মেখে
মিষ্টি পান মজে কতো?

চলতে পারিস মর্জি গুণে
বাপের হোটেল পেয়ে গেলে,
চলতে পারিস হেলে দুলে,
কপাল যদি খোলে ছেলে।।

দলতে পারিস মিথ্যা সানাই
সুরের মোহে কী ক্ষতি রে!
দলতে পারিস ধানাই পানাই
টানতে বুকে সুমতি রে!