অনেকটা পথ হেটেছিতো, এবার না হয় থামি?
কষ্ট হলো? বললে তুমি, হাতটা ধরি আমি?
কী যে বলো? কষ্ট কেন! একটু কিছুক্ষণ..
পাশাপাশি কাটিয়ে সময়, উদাসী দুইজন।
বিয়োগ ব্যথায় তুমুল তুমি এতো বেশি কাতর
শোক জমে ক্ষীর পরবাসী বুকেরই ভিতর।