বলছি যখন এতো করে
এখন খেলার সময় নয়?
ভাবনা তোমার শুধুই পড়া
কেনো মাগো এতো ভয়?
খেলার মাঝে পেতে পারি
জীবন গড়ার টনিক কত!
তোমায় আরো বলবো কেনো
ভাবো কী মানিক অতো?
ভাবছো আমি পড়া জমাই
পড়াতে নেই একটু খেয়াল,
আমার মনের সজীবতায়
তুলবো কেনো ভুলের দেয়াল?