বহুদূরে দুপুরে বিরান বটের মাঠে
এইখানে ঠাই না পেলে!কী পেলে
তার সব হিসেবের সে খাতা হাটে
গরুর হিসাব মত দেখো কী মেলে!
পাবেনা পাবেনা এখানে আরামের
উৎস কোনো শহুরে আদুরে দূলাল
নাটকের অভিনয় হয়েছে যে ঢের
ন্যাকামিতে এ গাঁয়ে রঙধনু লাল!
বাউলের ভিটেমাটি উচ্ছন্নে আবার
নিজেই বাউল সাজো আহা লজ্জা!
বেহায়া আদতে ছেড়ে ঘর সংসার
চিবিয়ে খাও বাঙালির অস্থিমজ্জা।