আমাদের তল্লাটে আছে বড় বদ‍্যি
বারোমাস তার নাকি ভয়ানক সর্দি
ডাক্তারি বিদ‍্যা যতটুকু দখলে
তারোচে ইয়াবড় ব‍্যাগ গুঁজে বগলে
বেমানান চশমার ফ্রেমে মুখ লটকে
ধরে আনে রোগীটা চলে গেলে সটকে
তারপর দড়ি বেঁধে ধরে নিজ কবজায়
খুঁজে নেবে একদম গিয়ে তার দরজায়
বকে বকে ওষুধের যত আছে ভাল গুণ
ছিটিয়ে থুথু মুখে খেয়ে যাবে পানচূন
যারা পারে পালিয়ে দূরে সরে লুকিয়ে  
আহা কিছু হয়নিতো আছে কে যে মুখিয়ে!