পাহাড়ের কাছে এসেই দেখোনা
পাহাড় কতটা বড়,
গরবে যতটা এসেছে দৌড়ে
ততটাই হবে জড়!

এই উপত্যকা ভুলাবে তোমার
চিরচেনা সমতল,
উঁচু নিচু এই বিভেদের রেখা
ভাঁজ করে সব ছল!

রাত্রি যখন দিনের কাতারে
সাধে অচলের সন্ধ্যে,
সাদাকালো এ বিভেদের মন
পঁচে পঁচে যায় গন্ধে!

ছন্দ: মাত্রাবৃত্ত (মাত্রা  ১২-১০-১২-১০ এভাবে)