পাহাড়ের কাছে এসেই দেখোনা
পাহাড় কতটা বড়,
গরবে যত এসেছো দৌড়ে
ফিরে ততোটা হবে জড়!

এই উপত্যকা ভুলাবে তোমার
চিরচেনা সব সমতল,
উঁচু নিচু এই বিভেদ রেখা
যেন ভাঁজ করে যতো ছল!

রাত্রি যখন দিনের কাতারে
সাধে অচলের এ সন্ধ্যে,
সাদাকালো এ বিভেদের মন
পঁচে পঁচে যাবে গন্ধে!

ছন্দ: মাত্রাবৃত্ত (মাত্রা প্রতি পর্বে ১০+৮+১০+৮)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে