শুধু দাঁড়াবার যায়গা যখন বাড়ি
ছোট স্বপ্নে পদে পদে কেনো দাড়ি?
শুধু দাঁড়াবার যায়গা যখন ছাদ
মাটি ঘেরা ঘরে ডুবে যায় আহলাদ!
এক চিলতে উঠোনে নদীর ধারা
প্রতিবেশী বানে স্বপ্নেরা দিশেহারা!
বাবা, বাবা পাশে এখানে বসোনা
একটু আদর করে মুখখানি ঘষোনা।
দূর দূর বলে তাড়াতে পারবেনাকো
আরও ঐক্যে হাতে হাত ধরে থাকো।
বর্গী দেশের জলে সয়লাব দেশ
প্রতিবাদ হোক উচ্চ কণ্ঠে বেশ।
ছন্দ : স্বরবৃত্ত