গাছে কচিপাতা নতুনের সমারোহ
জীবনের শুরু যেন বৈশাখী বিদ্রোহ
আরো জাগরণ শুরু হবে বর্ষায়
কৃষাণের তাড়া তাই জমি কর্ষায়।
ধানের শীষের দোল এলে শরতে
সবুজ স্পর্শ জাগে জমিন পরতে
শিশির ভেলকি লাগে পায়ে পায়ে
এই রূপ এসে দেখে যাও গাঁয়ে।
হলুদের দাগ জাগে রঙিন মাঠে
পাশে নদী পালতোলা নাও ঘাটে
কত বাজার সওদা মোকাম ভারি
গাঁয়ে সেই মিলন মেলা তারি।