এইদেশে এক রাজার বেশে
দেখেছি যেই ছবি
পথে যেতে হেসে হেসে
লিখে ফেলি ভালবেসে
বাংলাদেশের কবি।

পথের পাশে যত দেখা
সবি যেন ছবি আঁকা
তবু লাগে হবি,
ছবির মাঝে মিশে থাকি
বাংলাদেশের কবি।

যেথায় খুশি ঘুরে বেড়াই
যেথায় খুশি নাও ভিড়াই
দেখি একই ছবি,
ছবির মাঝে মিশে থাকি
বাংলাদেশের কবি।

সবকিছু এই দেশের দামি
নামের চেয়ে অনেক নামী
লক্ষ অবাক ছবি,
ছবির মাঝে মিশে থাকি
বাংলাদেশের কবি।