লাল নীল জীবনের কত কথা শুনি
এই নিয়ে শৈশবে স্বপ্ন যা বুনি,
মানা মানা কত যে নিষেধের ডেরা
চায় মন ভাঙতে কানাগলি ঘেরা।
নিজের জন্য নয় শুধু বেঁচে থাকা
দেশের জন্য চাই স্বপ্নটা আঁকা।
এইখানে পাহাড়ের ওপাশে নদী,
বয়ে যায় একটানা স্রোত নিরবধি।
ভাটিয়ালি গায় মাঝি, চাষী বাহে হাল
এই নদী আমাদের সাথী চিরকাল।
কামার, কুমার, তাঁতী মিলে বসবাস
সবখানে হয়ে আছে সম্প্রীতি চাষ।
বহুদূর মেঠোপথ ছায়া ঘেরা গাঁও
আমাদের এই দেশ ছবিতে মিলাও
বুক জুড়ে ভালবাসা সংগ্রামী মন
বাংলাদেশটাতো মায়েরই মতন।
গর্বে মাথা উঁচু করি সবখানে
বাংলাদেশী এই পরিচয় টানে।
ছন্দ : মাত্রাবৃত্ত (প্রতি চরণে ৫+৫=১০ মাত্রা)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে