শীত শীত মেঘলা শীতের দেশে
লুকিয়ে থাকে রোদ দিব্যি হেসে
লুকোচুরি ছেড়ে ভোর যায় কুয়াশা
নতুন কুড়িতে যত জীবনের আশা
জেগে ওঠে বেশ
বাংলাদেশ।
মৌ মৌ মুকুলে ছোয়া মৌমাছি
গুনগুন গানে বলে আছি আছি
এক ঝাঁক পাখি এসে দল বেঁধে
অকারণ ঝগড়ায় যায় গলা সেধে
অপরূপ সে বেশ
বাংলাদেশ।