স্বপ্ন নিয়েই আয়নাবাজির দৃশ্য যখন মিছে!
উল্টো জীবন খেই হারিয়ে ঘুরি যে কার পিছে?
তাল কানাদের সব নানাদের সাধ করা সব দান,
আমরা ভুলে যে ভুল বুঝেছি তাতেই অকল্যাণ?
ফুলে ফেঁপে এই এখনতো লক্ষপতির দলে,
দেশের টাকা করবে পাচার কিসের নীতি বলে?
বলতে গেলে হ রে রে রে হ ওঠাবে শোরগোল!
পিঠ বাঁচাতে ভোল পাল্টাতে উপরে হাত তোল!
আর যারা সব গাঁধার বরণ মাথার ঘামে পায়,
বাঁচতে হবে যে এখন থেকে লোকের করুণায়!
একটু যদি ইশ করেছিস,পড়বে টোকা ঘাড়ে!
বড় বাবু খাচ্ছেতো তাই বাজারটা বেশ চাড়ে!
যা বুঝেছিস, বেশ বুঝেছিস,তুই মরগে ভাগাড়ে,
বড় বাবুর উপরি ছাড়া কেউ কী হাত নাড়ে?
দেখছি বলে দেখার মানুষ লেপের তলে ঘুমায়
আজান খুড়ো, ছেলে, বুড়ো বলে কী এ সময়?