এই টেলিফোন আর এলে তুই শুনবিনা আলাপ
রাগ হবে না? বল দিকি তুই এতোই শোকের তাপ!
মা যে কতই ভাবে তোরে,ওরে শূন্য ঘরে ভাই?
তোর তো খবর নাই, কেন নাই হয়েছিস নাই?
পারলি এমন? বল দিকি তুই বাবার মত করে?
ও খোকা, তোর সময় কবে ফেরার সময় ঘরে?
রাত্রি এলে কৌটা ভরা নাড়ুর গন্ধ কি যে,
মায়ের চোখে জল এনে দেয় দেখতি যদি নিজে!
মাকে বুঝায় যে আপু সেও লুকিয়ে রাখে চোখ
কষ্টগুলো লুকিয়ে যেন, বড় আস্তে বাড়ায় শোক।
বই ছবি ফুলে সাজানো তাক, ঘরজুড়ে সুনসান
তেমন শব্দে কেউ বলে না, হোকনা একটা গান!
গান হবে কী? মন মরা সব, কাটে নাতো বেলা
ভাল্লাগে না সারা দুপুর নীরব অবহেলা।
আসবি কবে? বলনা খোকা, রাত বেড়ে যায় ঘোর
আরেক বছর?  নারে না শোন, শুক্র বড় জোর।
আয় ফিরে তুই চমকে দিতে, হঠাৎ কোনো ক্ষণে
এমন অনেক কল্পনা ক্ষণ ভাবছি মনে মনে।

ছন্দ: মাত্রাবৃত্ত ( প্রতি চরণে মাত্রা ১৬)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে