স্বপ্নেরা নিয়েছে ছুটি!
আমার ও ছুটি!
কী লাভ আছে দেমাগে
কুচকে ভ্রুকুটি?

সারা পাড়া গাঁও ঘুরে
কোনো খোঁজই নেই,
আমার টিকিটি পাবে
এতো সহজেই?

এই এতো অবহেলা
সে তোমারই দান
উড়ে চলে গেছে যে প্রেম
এ ছুটিই প্রমাণ!