মগ্নতাকে জাগতে দেখি আশ্বিনের এই কালে
ভাবছি এবার লাগবে হাওয়া উন্নয়নের পালে
গুছিয়ে যারা দান মেরেছে নিজে আখেরটাকে
ফাও খাবে কী এমনই দেশ আসল যদি থাকে!
যা যারে যা যেই গিয়েছে বিলেত কানাডাতে
আম জনতা ভাগ পাবে ঋণ ভাঙা থালাতে।
নেই বলে যে লাফায় তারো বাড়ে ক্রয় জোর
আগামীকাল নেইওলাদের হয়তো হবে ভোর
আর যারা সব আশা করে অনেক কিছু চাবে
অপেক্ষা কর নিজের গোশত নিজে খাবলে খাবে।
পাবি তখন অনেক কিছু পাওনা হলে যোগ্যে
বিরাট দানে পাশের বাবু টানতে পারে ভোগ্যে!