শরতের এক গাদা শাদা শাদা মেঘ
সমতল জুড়ে আঁকা মায়ের আবেগ
কাশফুল মেলা যে ফুল হয়ে হাসে,
চেয়ে আমি মুগ্ধ দেখি চারপাশে।

লোভে দেয় জালিবকে একপায়ে খিল
ফাঁকি দিয়ে ছোঁ মেরে যায় গাঙ চিল
আকাশের রঙ যেন মেঘ মাখামাখি
ফুরফুরে দিনটার ছবি করে রাখি।

এই চরে ঐ চরে কত প্রাণ জাগে,
বলো এতো ছবি তুমি দেখেছো আগে?
এখানে খুঁজে খুঁজে যেখানেই যাও
সমতলে পাহাড়ের ছবিটি মিলাও

সবখানে সেই এক মানুষের বাস
হাসিখুশি থাকি এই দেশে বারমাস
পাহাড় নদীর পাশে শত শত গ্রাম!
হাজার বছর ধরে পৃথিবীতে নাম।

ছন্দঃ অক্ষরবৃত্ত (প্রতি চরণে মাত্রা ১০)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে