আমার শেকড় স্বপ্ন জড়িয়ে আছে
বিছিয়ে আছে চিত্রা পাড়ের গ্রামে
বাঘের পাড়ার এ নদীরটার কাছে
শৈশবের দিনটা হঠাৎ এসে থামে।
হঠাৎ দেখি পালে দুরন্ত ঢেউ তোড়ে
কিশোর দলে সাতারে নিয়ে মাতে
জল ছলছল ডিঙ্গির এ পাল্লায়
কিশোর বেলা ছুটে আসে সাথে।
দুচোখ জুড়ায় জলেশ্বরে ধানে
সবুজে দিন কৃষাণে দিন গোণে
জমির আলের পান্তা স্বাদে টানে
খেজুর গুড়ের যশোর ঋণ মনে।