স্বাধীনতা তোমার আমার
স্বাধীনতা সবার
স্বাধীনতা চলতে পারার
একটু সুখী হবার।
স্বাধীনতা বাবুই পাখির
মতো গড়ি বাসা
স্বাধীনতা মুক্ত আখির
একটু ভালবাসা।
স্বাধীনতা ভালো থাকার
এবং ভালো রাখার
দেশের মানুষ মিলেমিশে
সুখের ছবি আঁকার
সেই ছবিটি সম্প্রীতির
সাথেই বসোবাস
ভুলে বিভেদ হানাহানি,
সবুজ দূর্বাঘাস।