আমার নিশ্বাস
আমার নিশ্বাস, বলে
চিৎকার করে রোজ
আমার মেয়েটি।
আমি বলি,
হলো কিরে?
এই বড়ো দুনিয়ায়
এতো আলো,
এতো বাতাসে!
তবু ও বাতাস বাতাস কেন?
নাক কী তোমার একার নাকি?
এই ফ্যানের এতো ঘূণন
আর লাইটের এতো ঝলকানি!
তবে কোন আলো?
তবে কোন বাতাসের জন্য এ ক্রন্দন?
ভুলে যাওয়া অনেক দিনের
বেভুলা বাতাস,
অজানা নামহীন দিন পেরিয়ে যেন ফিরিয়ে
নিয়ে এলো পুরানো সে দিনের কষ্ট,
আমি নিশ্বাস নিতে পারছি না!!!
আমি নিশ্বাস নিতে পারছি না!!!
আমি নিশ্বাস নিতে পারছি না!!!
উন্নয়নের বাতাসে এতো
শিসার প্রলেপ!
বৃষ্টি বিহীন
মেঘক্লান্ত বাতাসে কার্বন মোনোঅক্সাইডের কালো ধোঁয়া
যেন পুতে ফেলবে চৌচির মাটির গভীরে।
আর আমার ও কান বেজে যায়
জনপদে, সবখানে উঠেছে আর্তনাদ
আমার নিশ্বাস.....
আমার নিশ্বাসে এতো কষ্ট কেন?