মিষ্টি রোদের পাঠ চুকিয়ে ঘর ভাঙা রোদ বিধিয়ে ত্রিশূল,
আগ বাড়িয়ে চেচিয়ে বলো আমার কী ভুল, এমন কী ভুল?
একটু না হয় প্রভাত ফেরীর মিছিলে ভুল, বানানে ভুল শত,
দাপিয়ে ফেরা এই শহরের কানাগলির বাগানে ফুল ততো?
খুঁজতে গিয়ে খেই হারিয়ে মশার দাপট এই নগরের দৃশ্যে,
শুনলে বলো-ভালোই আছি,তুলনা করে দেখতে পারো বিশ্বে!
আপিসে যেই বাবুরা সব কাজ বাগিয়ে চশমাতে ফ্রেম তুলে,
ভাবতে পারো কেমন দরদ,ভালবাসা, দেশপ্রেমে এর মূলে?

জ্যাম লেগে জট ফাইল ধুলোয় আটকে ব্রিজ, সড়ক আলো,
উন্নয়নের পকেট কেটে হবে যেন নিজের যতো ভালো!
তুমি কিন্তু প্রশ্ন করে এই ফিরিস্তিই উল্টেপাল্টে শেষ!
বলবে আমি হাতের মুঠোয় জান নিয়েছি, দাও বাহাবা বেশ।
রাত বেড়ে যায় আঁধার ঘনায় এ জনপদ আটকে যত কাঁদায়,
সবকিছু ধাঁধায় এ কিচ্ছু বুঝে? ঘুষের দমে প্রতি পদে বাঁধায়!
উচ্চ স্বরে ফাটিয়ে গলা এই যে বলছি দেশে আইন কিছু নেই?
নিয়ম মানার পাঠ্য কী কেউ পায়নি স্বাধীন সারা দেশেই?
কেউ বলেনি শাস্তি আছে, নিপীড়ন,খুন আর জুলুমের?
একটু সবাই জাগ নারে ভাই, আর কত চুপ রইবি ঘুমের?