একটু উঠোন গাঁয়ের পাশে ছোট্ট কুঁড়েঘরে
বিলের বাতাস বুলিয়ে মেঘে খিলান যেন করে
কলার পাতা রোদের ছোঁয়ায় ঝিলিক কেরামতি
সবুজ ফড়িং মিশে যে এক রঙিন প্রজাপ্রতি!

গাঁয়ের বধূ দেখতে চেয়ে সময় কখন ভুলে
ঘরের কাজে মগ্ন উদাস হাওয়ায় আঁচল দুলে
গুনগুনিয়ে গানও ঠোঁটে আসে কখন কতো
মধুর এমন গন্ধ তারও লাগে মনের মতো।

এই পথে যে কত লোকে খোঁজ রাখেনি তার
তবু এমন যাচ্ছে চলে দিব‍্যি সে সংসার।
তার গড়া এ জগত কেমন রসে যে ভরপুর
কেউ না শুনুক বাতাসে তার যাচ্ছে মিশে সুর।