আকাশের প্রান্ত ছুঁয়ে সুখী যেই মন
জিজ্ঞাসিলে বলে কই সুখটা কেমন?
এমন হতেই পারে নতুন আর কই?
যতই নতুন বলি সে দেখে ঠুনকোই।
কলিজা কাবাব করি, বলে বুনো গন্ধ!
আমি কাঁদি, এতে নাকি তার আনন্দ!

আকাশের প্রান্ত ছুয়ে আসে যেই বৃষ্টি
ঝাপসা ঝাপসা লাগে প্রেমিকের দৃষ্টি।
ভিজে কত একাকার মুছে তা গোপন
প্রেমিকের কান্নাজল আড়ালে এমন।
বিচারে আড়াল ঢাকে সবখানে চোখ
এরপরে সত্য হলে তাই সত্য হোক।
কষ্টেরা এমন তবু এতো স্বার্থপর?
কলিজা কাবাব করে বুকের ভেতর।