মিশে দূর আকাশ নীলে
ছড়িয়ে আভা বিরাট নিখিলে
এই এখানে ছোট্ট গাঁয়ে
আছে মায়া পায়ে পায়ে।

বৃষ্টি নেমে গেলে ভোরে
কুটুম ফিরে কেমন করে?
হেসে দাদু বলবে যা যা
হয়ে যাবে হেসেই তাজা।

আছে আরো বলবো যা তা
লিখে ভরে যাবে খাতা।
মাটি, রোদ বাওড়ের কূল
শৈশব যেন সব কলমি ফুল।