পাহাড় দেখেই বলবে যখন টিলা
মেঘ ছাড়িয়ে দূরের নভো নীলা
একটু একটু বাতাসে ভর করে  
খুঁঁজতে গিয়ে দূর দেশান্তরে!

ফেরার পথে সেই ঠিকানা এসে
ঘোমটা দেখি মা মা ভালবেসে,
বুঝতে পেলাম আমার নামে যে
নাড়ু জমায় তার বুকে কী বাজে?

খুব গোপনে তাকে চমকে দিতে
দেখতে এলাম রোদের আর্শীতে
ভৈরবী দিন যশোর শহরতলী
পথ ভুলোনা কবির নামে গলি।

ধরতে পারো আমিই ছবির লোক
এসেছি ফের মুছতে মায়ের শোক।
একটু হাসো তুমি ও মায়ের সাথে
বিশ্বাস রাখো বাংলাদেশের পাতে।

ছন্দঃ মাত্রাবৃত্ত (মাত্রা ৫+৫=১০)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে