গোল গোল গোলআলু এই শীতে বেশ,
দোল দোল দোলনাতে মজা যে অশেষ।
হিস হিস হিস করে ট্রেন যেতে যেতে,
ফিস ফিস ফিস করে শুনি কান পেতে।

শন শন শন ঝড়ে কুুঁড়ে ওঠে কেঁপে
হন হন হন লোকে হাটে পথ মেপে।
ধুত্তরি জড়াজড়ি ভুত নাকি কালো?
এরচেয়ে ছড়া পড়া ঢের বেশি ভালো!

ঢের ভালো খুলে ধরা গল্পের ঝাঁপি
ভূত ভূত গল্পে ভয়ে বেশ কাঁপি!
গোল গোল গোলআলু পুড়ে তো শেষ
মা বলে খেতে আয়, লাগে তো বেশ।