সাজতে গেলে ফুল
দেবো কী খোঁপায়?
এই বসন্তের বকুল
হবে ঠিক উপায়?
ফুল দিয়ে সাজবে কী
ফুল নিতে আসবে কী?
গন্ধে মেতে পারবে কী
থাকতে
এসো তবে বুকে এসো
রাখতে।