তুলতুলে গাল বলে কত কথা আহারে
ফুল তুলে হেটে যায় কী দারুণ বাহারে।
দাপাদাপি সারাদিন রেশ নেই থামাতে
ঘেমে ঘেমে অবশেষে থেমে যায় ঘামাতে
ক্ষণে বোল পাল্টায় ক্ষণে বাড়ে ভঙ্গি
বিড়াল ও পাখি দেখি তার ভাল সঙ্গী।
যেই বলে বাব্বা আম্মুটা রেগে শেষ!
একটুতে কাঁদে হাসে, ছোট সে দরবেশ
বাড়ি নিয়ে কব্জায় যে দরজায় আসে
আধোবোল মিশে যায় একুশের বাতাসে।
একদিন সব ঋণ শোধ হবে যে গুণে
বাবা মার বুক ভরে স্বপ্নের জাল বুনে।