আঁধার পোড়া ধোঁয়াতে মুখ
লুকিয়ে ফেলে নিজে,
খুঁজতে আবার এলি যখন
কান্নাতে চোখ ভিজে!
তুই ভেবেছিলি এমন হবে
লগ্ন মুখর থেমে,
দুই হাতে চোখ মুছতে কেন
কান্না আসে নেমে?
যেন
বলবি কিছু? বলনা এবার
কিছুই না মনে রেখে
আমার
মনটা ভীষণ আকুপাকু
করছে থেকে থেকে।