আঁচল পেতে ডাকরে বুকে ডাক
ছিন্ন করে দিলেই হবে ? থাক,
এসব বলার সময় পেলে পাবি
না পেলে দাগ সব কী হারাবি?
নতুন করে মা পাবি, বাপ পাবি
শোন, বুঝার আগে যত হারাবি
থাক, এযে বড়ই তিতা শুনতে,
শুনলে যেন, মাশুল হবে গুণতে।
ইনিয়ে বলার অভ্যাসে শেষ গুণ
অন্য যে বুক কান্না জমায় খুন!