______________________

রাত্রি যখন গভীর হয়!
ভেতরের কবিটা যেন আড়মোড়া ভেঙে জেগে উঠে
কবিতার খাতাটা টেনে বসি
কলমের আঁচড়ে আঁকব সত্যের জয় গাথা
থমকে যায় হাত
নিজেকে প্রশ্ন করি
এসব কি অলীক কল্পনা নয়?

যেখানে পাপের হাতে জিম্মি সব
সেখানে এ যে দিবাস্বপ্ন
কলম চালাবো?
ওরা কি আঙুল চুষবে?
ছেড়ে দেবে আমায়?

রাত্রি যখন গভীর হয়!
কবির মন বিদ্রোহ করতে চায়,
নিজেকে সামলে রাখি
সালা, মুখ ফসকে সত্য টা যদি বেরিয়ে যায়
এখানে তো মোরা জিম্মি।
মরদের বাচ্চা বলি নিজেকে ছাতি ঠুকে
রাতের আঁধারে সব কটাকে মেরে লাশ করে
পাঠাবো কবরে।
একরাতের গল্প হয়ে থেকে যাবে সব।
গুমনাম হয়ে যাবে সব কবি গিরি।

রাত্রি যখন গভীর হয়।
ভয়ে শিউরে উঠি,
এই বুঝি ওদের জীপটা থামলো ঘরের চৌকাঠে
এই বুঝি হারিয়ে যাওয়ার সময় হলো।
তবু নিজেকে রুখতে পারি না।
আমি যে দায়বদ্ধ, আমার মায়ের কাছে।
আমার দেশের কাছে।

সাহস ভরে কলম হাতে নিই
উঠে বসি লিখবো সত্যের কালো অধ্যায়।

রাত্রি যখন গভীর হয়!
ভেতরের কবি সত্তাটা কেঁদে উঠে।